ডাবলিনের ডায়েরী – তিন (৭ এপ্রিল ২০০৮)

রাত এগারোটা বাজে। দশ মিনিট আগে বাসায় আসলাম। প্রচন্ড ক্লান্ত – কিন্তু ঘুম আসছে না। মাঝে মাঝে অবাক হয়ে যাই শরীর নামক যন্ত্রের আচরন দেখে। ভর দুপুরে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে আর এখন রিতিমত মাঝ রাতে ঘুম নেই।

আজ দিনটা শুরু করেছিলাম খুব গোছালো ভাবে আর শেষ করলাম চরম এলোমেলো সব কাজ করে। সকালেই চিন্তা করে রেখেছিলাম স্টিফানের দেয়া কিছু পেপার পড়ে শেষ করবো। আমার গবেষনার খুব গুরুত্বপূর্ন একটা পর্যায়ে আছি এখন। বলা যেতে পারে আগামী এক মাসে যে সিদ্ধান্তগুলো নেব সেগুলোই আমার মাস্টার্সের থিসিসের ভিত্তি হবে। স্টিফান বেশ কিছু পেপার দিয়েছেন যেগুলো আমাকে প্রেজেন্ট করতে হবে কাল অথবা পরশুর মধ্যে। একটা পেপার পড়ে শেষও করেছিলাম। কিন্তু অন্য একটা পেপারের মাঝে এসে কি যে হলো, ইচ্ছে করলো গান শুনতে, যথারিতি ইউটিউব এবং সেখান থেকে হিন্দী সিনেমা…। লেখাপড়া সব গোল্লায় গেল। Continue reading “ডাবলিনের ডায়েরী – তিন (৭ এপ্রিল ২০০৮)”

ডাবলিনের ডায়েরী – তিন (৭ এপ্রিল ২০০৮)