লন্ডনে ইমপেরিয়ালের দুই ছাত্রকে ২৫০ বার ছুরিকাহত করার পর আগুনে নিক্ষেপ করে হত্যা

গত রবিবার রাতে লন্ডনে ইমপেরিয়ালের দুই ছাত্রকে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে। লরেন্ট বনমো এবং গাব্রিয়াল পেরেজ নামের দুই ফরাসী ছাত্রকে আজানা হত্যাকারী দক্ষিন লন্ডনে রাতের আঁধারে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ জনিয়েছে লরেন্টকে ১৯৬ বার ছুরিকাহত করা হয়েছিল হত্যার পূর্বে। হত্যার পূর্বেই তাদের বেঁধে নেয়া হয় এবং ছুরিকাহত করে হত্যার ব্যপারে নিশ্চিত হবার জন্য আগুনে নিক্ষেপ করা হয়।

দুজন ছাত্রই ফ্রান্স থেকে এই সামারে লন্ডনে এসেছিল পড়াশোনার জন্য। তারা ইমপেরিয়াল কলেজের লাইফ সায়েন্স বিভাগের ছাত্র ছিল। ধারনা করা হচ্ছে দুটো চুরি যাওয়া প্লেস্টেসন এই হত্যার পেছনে জড়িত তবে ১৩০ পাউন্ডের দুটো প্লেস্টেসনের জন্য কেন এত নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো সেটার কোন উত্তর পুলিশ দিতে পারেনি। সামান্য কিছু তথ্য ছাড়া পুলিশ এখনও কোন রকম গুরুত্বপূর্ন ক্লু পর্যন্ত পায়নি। Continue reading “লন্ডনে ইমপেরিয়ালের দুই ছাত্রকে ২৫০ বার ছুরিকাহত করার পর আগুনে নিক্ষেপ করে হত্যা”

লন্ডনে ইমপেরিয়ালের দুই ছাত্রকে ২৫০ বার ছুরিকাহত করার পর আগুনে নিক্ষেপ করে হত্যা

প্রান সৃষ্টির রহস্য বিষয়ক একটি গবেষনা এবং আমার ভাবনা

সম্প্রতি একটি গবেষনায় দেখা গিয়েছে প্রানের আদি উপাদান সম্ভবত পৃথিবীর বাহির থেকে এসেছে। খবরটা somewherein এর একটা ব্লগ থেকে পেলাম প্রথমে এবং তার পর সায়েন্স ডেইলির মূল অর্টিকেল থেকেও দেখলাম। স্টার ক্যম্পাসের মাহাদিনকে লিঙ্কটা দেয়ার পর সে খুব উৎসাহের সাথে পরবর্তি কোন একটা সংখ্যায় এটাকে নিয়ে একটা রিপোর্ট করবে বললো। ফলে মনে হলো আরেকটু ঘাটাঘাটি করে দেখি, যদি মাহাদিনকে কোন অতিরিক্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারি, মন্দ কি।

খবরটা আমার চোখে পড়েছিল আরও কিছুদিন আগেই, তবে তখন ঘেটে দেখিনি। ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল কলেজ লন্ডন-এর গবেষনার ফলাফল এটি। ইমপেরিয়ালের ওয়েব পেইজে আমি প্রায় প্রতিদিনই একবার যাই, আমার পি.এইচ.ডি এডমিশনের অগ্রগতি জানার জন্য (অনলানই পোর্টালের মাধ্যমে)। Continue reading “প্রান সৃষ্টির রহস্য বিষয়ক একটি গবেষনা এবং আমার ভাবনা”

প্রান সৃষ্টির রহস্য বিষয়ক একটি গবেষনা এবং আমার ভাবনা

যেভাবে আমি আজ ট্রিনিটিতে (তৃতীয় খন্ড)

ভিসা কিভাবে আমি নিয়েছিলাম সেটা বর্ননা করলে এরকম আরেকটা ব্লগ পোস্ট হয়ে যাবে। তাই সংক্ষেপে বলছি, ভিসার জন্য আমি প্রথমে ইন্ডিয়া গিয়ে দাড়ালাম কিন্তু ওখান থেকে বলে দিল দেশে গিয়ে পাসপোর্ট পোস্ট মেইল করে যেন পাঠিয়ে দেই কারন আমার ভিসার জন্য ছয় সপ্তাহ সময় লাগবে কিন্তু আমার ইন্ডিয়ার ভিসা ছিল চার সপ্তাহের। ফলে আমি আবার দেশে ফিরে এসে অনেক নাটক করে ডি.এইস.এল -এর মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে দেই দিল্লীতে। দিল্লী থেকে আমাকে জানালো ভিসা পেতে দেরী হবে কারন অন্তত ছয় সপ্তাহ সময় নিবে এম্বেসি। Continue reading “যেভাবে আমি আজ ট্রিনিটিতে (তৃতীয় খন্ড)”

যেভাবে আমি আজ ট্রিনিটিতে (তৃতীয় খন্ড)