যেভাবে আমি আজ ট্রিনিটিতে (দ্বিতীয় খন্ড)

২০০৭ এর মে মাসে আমি উত্তরা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করি, একই মাসে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করি এবং সে মাসেই বিশ্বের সেরা ২৫ টি বিশ্ববিদ্যালয়ের একটি, কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার্স এবং পি.এইস.ডি. কারার অফার লেটার পাই। উল্লেখ্য যে মে আমার জন্ম মাস এবং এতগুলো স্মরনীয় জন্মদিনের উপহার মানুষ সম্ভবত খুব কমই পায়। আল্লাহর অশেষ রহমত, আমি ইংল্যান্ডে যে এগারোটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম, পরবর্তিতে একে-একে একটি বাদে সবগুলো থেকে অফার আসতে শুরু করলো। কুইনমেরীতে বেশ ভালো একটা আংশিক স্কলারশীপও পেয়ে গেলাম, বলাইবাহুল্য আমার সেখানকার সুপারভাইজারও প্রচন্ড সাহায্য করছিলেন এবং তার অবদান এই স্কলারশীপের জন্য অনেক। কিন্তু আমার মূল লক্ষ্য কুইন মেরী ছিল না। মাথায় তখনও চিন্তা কিংস-এ যাব। স্কলারশীপের জন্য চেষ্টা চালাচ্ছি। কিংস-এর সুপারভাইজারও অনেক সাহায্য করছিলেন তখন। Continue reading “যেভাবে আমি আজ ট্রিনিটিতে (দ্বিতীয় খন্ড)”

যেভাবে আমি আজ ট্রিনিটিতে (দ্বিতীয় খন্ড)