জ’ম্বি – ক্র্যানবেরিজ (মিউজিক ভিডিও)

আইরিশ রক ব্যান্ড ক্র্যানবেরিজের গাওয়া জ’ম্বী গানটা নর্দার্ন আয়ারল্যান্ডের ‘দ্যা ট্রাবল’কে নিয়ে রচিত। গানটা ১৯৯৪ সনে ‘নো নিড টু আর্গু’ এ্যালবামে রিলিজ করা হয়। এ গানটা যুক্তরাষ্ট্রের মডার্ন রক ক্যাটাগরীতে নাম্বার ওয়ান ছিল এক টানা ছয় সপ্তাহ, অস্ট্রেলিয়ার টপ চার্টে নাম্বার ওয়ান ছিল টানা আট সপ্তাহ। তবে গানটা বৃটেনের টপ চার্টে সর্বোচ্চ ১৪তম অবস্থানে পৌছাতে পেরেছিল।

আইরিশ রিপাবলিকান আর্মি এবং ব্রিটিশ আর্মির মধ্যে ১৯৬৮ থেকে ১৯৯৮ সন পর্যন্ত চলমান ৩০ বছরের যুদ্ধ এ গানের প্রেক্ষাপট। গত দশ বছর এ যুদ্ধ থেমে আছে, তবে মাঝে মাঝে এখনও উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। ব্রিটিশ সরকার আইরিশদের অনেক কঠিন কঠিন শর্ত মেনে নিলেও নর্দার্ন আয়ারল্যান্ডকে আজও আয়ারল্যান্ডের কাছে হস্তান্তর করতে প্রস্তুত নয়। আইরিশ ব্যান্ডগুলো গত চার দশক বিভিন্ন সময় এ বিষয়ে গান রিলিজ করেছে যার মাঝে এই গানটি বেশ জনপ্রিয়। Continue reading “জ’ম্বি – ক্র্যানবেরিজ (মিউজিক ভিডিও)”

জ’ম্বি – ক্র্যানবেরিজ (মিউজিক ভিডিও)

নো ম্যাটার হোয়াট – বয়জোন

‘নো ম্যাটার হোয়াট’ জনপ্রিয় আইরিশ ব্যান্ড বয়জোনের গাওয়া একটা সিঙ্গেল। গানটা ১৯৯৮ সনে রিলিজ হওয়া মিক্সড এ্যালবাম হুইসেল ডাওন দ্যা উইন্ডে প্রথম প্রকাশিত হয়। পরবর্তিতে গানটা বয়জনের হ্যোয়ার উই বিলোং এ্যালবামেও যুক্ত করা হয়। সর্বশেষ ২০০৮ সনে রিলিজ হওয়া বয়জোনের কম্পাইলেশন এ্যালবাম ‘ব্যাক এ্যাগেইন…নো ম্যাটার হোয়াট’-এ গানটা মূল গান হিসেবে এসেছে। সরাসরি কোন এ্যালবামে না এসে, শুধু একটা সিঙ্গেল হিসেবে প্রথম প্রকাশিত গানগুলোর মধ্যে এই গানটা রীতিমত ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল। ১৮টা দেশের টপ চার্টে গানটা প্রথম স্থান দখল করতে সক্ষম হয়। ১৯৯৮ সনে ইউকের সেরা গান হিসেবেও গানটা নির্বাচিত হয়েছিল। Continue reading “নো ম্যাটার হোয়াট – বয়জোন”

নো ম্যাটার হোয়াট – বয়জোন