ডাবলিনের ডায়েরী – ১৩ (১৪ এপ্রিল ২০০৯)

সকাল থেকে আকাশ খুব মেঘলা। শীতটাও চেপে বসে আছে বেশ করে। সামার আগত, কিন্তু সেটা কেবল ক্যালেন্ডারের পাতায়। প্রকৃতিতে সেরকম লক্ষন আপাতত দেখা যাচ্ছে না। চার দিকে গ্লোবাল ওয়ার্মিং-এর কথা শুনি। অথচ এ দ্বীপদেশের রাজধানী শহরে আমি অবেলায় শীতের দাপটে কেঁপে উঠছি।

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। ব্লগ এবং ফেইসবুকের কল্যানে চারদিকের সাজ সাজ রবটা বেশ দেখতে পাচ্ছি। শুনেছি এখানেও নাকি অনুষ্ঠান হয়। ডাবলিনে বাংলাদেশী ছাত্রের সংখ্যা সবচেয়ে বেশি ডিসিইউ তথা ডাবলিন সিটি ইউনিভার্সিটিতে। তারা স্বাধীনতা দিবস, বৈশাখী মেলা ইত্যাদি করে থাকে। তবে গত দেড় বছরেও তাদের সাথে ঠিক মেশা হয়ে ওঠেনি। Continue reading “ডাবলিনের ডায়েরী – ১৩ (১৪ এপ্রিল ২০০৯)”

ডাবলিনের ডায়েরী – ১৩ (১৪ এপ্রিল ২০০৯)