মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা

ট্রিনিটিতে আমি মুগ্ধ হয়েছিলাম প্রথমত ক্যাম্পাস দেখে, সম্ভবত সবাই হয় তা না হলে বছরে দশ লক্ষের উপরে পর্যটক একটা বিশ্ববিদ্যালয় দেখতে আসতো না এবং দ্বিতীয়ত ট্রিনিটির মেয়েদের দেখে। এরকম বেহায়ার মত একটা স্বীকারোক্তি কিছুটা চরিত্রহীনের মত শোনায় বটে, তবে সততার সাথে বলছি, আমি সত্যই তাদের দেখে মুগ্ধ হয়েছিলাম। নজরুলের লেখা জীবনের প্রথম প্রবন্ধ ছিল “তুর্কি মেয়ের ঘোমটা খোলা” যেখানে নজরুল তুরষ্কের মেয়েদের রুপের অগুনের তিব্রতা বর্ননা করেছিল। সেটা যেহেতু চরিত্রহীনতার দায়ে অক্রান্ত হয়নি, অতএব আমার এই ছেলেমানুষী ব্লগটাও সেই দোষে দোষী হবে না আশা করছি। Continue reading “মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা”

মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা