লাইফ ইন ডাবলিন – মাই আ’র্লি ডেইজ

কোথা থেকে শুরু করবো? আজ থেকে, নাকি সেদিন থেকে যেদিন এখানে এসেছিলাম? মাঝে মাঝে আমি দ্বিধান্বিত হয়ে পড়ি। এটা কি আসলেই আমি যে এখন সম্পূর্ন একাকী থাকছে? এটা কি আমি যে কিনা এখন নিজের খাবার নিজেই তৈরী করছে? (লক্ষ্যনীয় যে আমি সতর্কতার সাথে রান্না শব্দটাকে এড়িয়ে গিয়েছি কারন আমি এখনও রান্না করতে পারি না!) প্রতিদিন আমি সকালে ঘুম থেকে উঠে দুই পিস পাউরুটিতে জ্যাম লাগিয়ে ঠান্ডা দুধের সাথে কর্নফ্ল্যাক্স নিয়ে বসি। সাথে কখনও কখনও একটা কলাও থাকে। ব্যাস – এই আমার ব্রেকফাস্ট। অথচ আমি দেশে থাকতে ব্রেকফাস্টের নামে কত কী খেতাম! রুটি, ডিম, মাংশ আরও কত কিছু। এখন আমি নিজেকে দেখে নিজেই হাসি। এটা আমি যে এখন রুটি এবং দুধের উপর জীবন কাটাচ্ছি! অথচ এক মাস আগেও আমাকে জোর করে কেউ দুধ খাওয়াতে পারতো না। হায়, এখন আমি খাচ্ছি, খেতে হয়। জীবন সবকিছু বদলে দেয়, কখনও কখনও নিজেকেও! Continue reading “লাইফ ইন ডাবলিন – মাই আ’র্লি ডেইজ”

লাইফ ইন ডাবলিন – মাই আ’র্লি ডেইজ